Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

৩৬০ আউলিয়ার অন্যতম সাধক হযরত শাহাকলা (রহঃ) এর স্মৃতি বিজড়িত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাকালুকি হাওরের দক্ষিন পশ্চিমাংশে অবস্থিত দুটি কুঁগির দেশ হিসাবে খ্যাত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন ১ নং বরমচাল ইউনিয়ন। এ ইউনিয়নে যেমনি রয়েছে সমতল ভূমি তেমনি রয়েছে অসংখ্য উঁচু নিচু টিলা, চা বাগান, রাবার বাগান, হাওর-বাওর, খাল-বিল, নদী-নালা ইত্যাদি। প্রাকৃতিক সম্পদের ভরপুর বরমচাল ইউনিয়ন। প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম প্রাকৃতিক গ্যাস, চা, রাবার ইত্যাদি। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত বরমচাল।

 

 

আয়তনঃ ২৯.৭০ বর্গ কি.মি.

 

লোকসংখ্যাঃ পুরুষ ৯৪৯৮ জন নারী ৯৬৯২ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)

 

গ্রামের সংখ্যাঃ ৪২টি

 

মৌজার সংখ্যাঃ ৫ টি

 

মোট জমির পরিমানঃ ৮৯৭৯.২২ একর (প্রায়)

 

মোট খাস জমির পরিমানঃ ৩০১.৭১ একর (প্রায়

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংখ্যাঃ ০১ টি

 

কমিউনিটি ক্লিনিকের সংখ্যাঃ ২ টি

 

চা বাগানের সংখ্যা ঃ ১ টি

 

রাবার বাগানের সংখ্যাঃ ১ টি

 

গ্যাসক্ষ্রেত্র ঃ ১  টি